salman khan

পয়সার টানে দীপবীরের প্রীতিভোজ ছেড়ে অন্যের বিয়েতে নাচলেন সলমন, দেখুন ভিডিও

ওয়েবডেস্ক: জল্পনা ছিল তুঙ্গে- কেন দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংয়ের মুম্বইয়ের প্রীতিভোজে এলেন না সলমন খান! এমনটা নয় যে তিনি তখন ভারত ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত। কেন না, ক্যাটরিনা কাইফের উপস্থিতিই সাফ প্রমাণ করে দিয়েছে যে ছবির শুটিং মুলতুবি রাখা হয়েছে! তা হলে? অর্জুন কাপুরের সঙ্গে প্রাক্তন ভাবি মালাইকা অরোরাকে দেখতে হবে বলে আসেননি? উঁহু! মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান তো এসেছেন ঠিকই! তা হলে?

আরও পড়ুন: দীপবীরের প্রীতিভোজে মালাইকা-অর্জুন আরবাজের মুখোমুখি, তার পর? দেখুন ভিডিও!

খবর বলছে, সলমন খান না কি ছিলেন থাইল্যান্ডের ফুকেতে। দিব্যা আর কুণাল নামের দুই বন্ধুর বিয়েতে। কিন্তু দেখুন দেখি দিব্যা-কুণালের ছবি- বন্ধু হওয়ার পক্ষে তাঁদের বয়স কি সলমনের চেয়ে একটু বেশিই কম নয়? তাই বলিউড জানাচ্ছে, ব্যাপারটা আর কিছুই নয়, স্রেফ উপার্জনের ধান্দা! ওই বিয়েতে আসলে নাচতে গিয়েছিলেন নায়ক, যাকে একটু আকারে-ইঙ্গিতে সম্মান এবং কর বাঁচানোর জন্য বন্ধুর বিয়ে বলে চালাচ্ছেন!

 

View this post on Instagram

 

‪#aboutlastnight #kamaalkhan performance at #divyankunalwedding #phuket @beingkamaalkhan

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

যাই হোক, কামাল খান যখন মঞ্চে গাইছেন ‘জানে জানা’, তখন সলমনও উঠেছেন মাইক হাতে। কোমরও দুলিয়েছেন বিস্তর নেওয়া টাকার অনুপাতে। নিজেই দেখুন সেই সব ভিডিও। আর বলুন- প্রিয় নায়কের পারফরম্যান্স কেমন লাগল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *